Wednesday, March 4, 2020

ঝগড়া


ঝগড়া
... ঋষি

ঝগড়া খুলছে
বালিশের ফাঁকে বেড়ে চলেছে দুটো গ্রহের দূরত্ব।
মহাবিশ্বে বিপ্লব বলে একটা শব্দ আছে
বিপ্লব সময় বদলায় ,
কিন্তু বিপ্লবীরা চিরকালই রাস্তায় বসে রক্তের বিনিময়ে সময় কেনে ,
আর নির্দিষ্ট  সময় তারা পরিণত হয় স্ট্যাচুতে।
.
একটা গল্প কথা খুলছে
মানুষের যন্ত্রনা গুলো শ্মশানের ছাইয়ে লুকোনো মুখ ,
মুখ আয়নায়।
সত্যি বলতে কি প্রতিটা গল্পের একটা করে ধ্বংস থাকে
আর জীবনের ধ্বংসগুলো আসলে গল্প তোমার আমার।
একইরকম অনেকটা সকলের
শুধু সময় আর সময়ের মুখের ঝগড়া চিরকাল।
.
সময় বিষাক্ত হলে
তোমার চোখে ঘুম থাকে না ,চোখের কোনে  কালি ,
সময় একলা হলে তুমি মিথ্যে বলতে শিখে যাও
শিখে যাও  নিজেকে গুছিয়ে ভালো আছি বলতে।
মুঠোফোনের ওপারে তোমার আমার ঝগড়া
ঘরের ভিতরে সময়ের ঝগড়া ,
বিপন্ন সভ্যতায় ঈশ্বরের ঝগড়া মানুষের সাথে।
এইভাবে দিন বদলায়
দূরত্ব বাড়ে বালিশের ,প্রয়োজনগুলো  বাঁচার আয়োজন নয়
কষ্টে বেড়ে যায়।
কিলোমিটারে লেখে ফলক
ফেলে আসা সময় কিংবা কষ্ট । 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...