ঝগড়া
... ঋষি
ঝগড়া খুলছে
বালিশের ফাঁকে বেড়ে চলেছে দুটো গ্রহের দূরত্ব।
মহাবিশ্বে বিপ্লব বলে একটা শব্দ আছে
বিপ্লব সময় বদলায় ,
কিন্তু বিপ্লবীরা চিরকালই রাস্তায় বসে রক্তের বিনিময়ে সময় কেনে ,
আর নির্দিষ্ট সময় তারা পরিণত হয় স্ট্যাচুতে।
.
একটা গল্প কথা খুলছে
মানুষের যন্ত্রনা গুলো শ্মশানের ছাইয়ে লুকোনো মুখ ,
মুখ আয়নায়।
সত্যি বলতে কি প্রতিটা গল্পের একটা করে ধ্বংস থাকে
আর জীবনের ধ্বংসগুলো আসলে গল্প তোমার আমার।
একইরকম অনেকটা সকলের
শুধু সময় আর সময়ের মুখের ঝগড়া চিরকাল।
.
সময় বিষাক্ত হলে
তোমার চোখে ঘুম থাকে না ,চোখের কোনে কালি ,
সময় একলা হলে তুমি মিথ্যে বলতে শিখে যাও
শিখে যাও নিজেকে গুছিয়ে ভালো আছি বলতে।
মুঠোফোনের ওপারে তোমার আমার ঝগড়া
ঘরের ভিতরে সময়ের ঝগড়া ,
বিপন্ন সভ্যতায় ঈশ্বরের ঝগড়া মানুষের সাথে।
এইভাবে দিন বদলায়
দূরত্ব বাড়ে বালিশের ,প্রয়োজনগুলো বাঁচার আয়োজন নয়
কষ্টে বেড়ে যায়।
কিলোমিটারে লেখে ফলক
ফেলে আসা সময় কিংবা কষ্ট ।
No comments:
Post a Comment