Saturday, March 7, 2020

রং ও ২০২০



রং ও ২০২০
... ঋষি

চলন্তিকা পলাশ কে মনে পরে ,
পলাশ ফুল ?
রাঙামাটির ঘর ,সাজানো সম্বল ,আর আমরা।
নিস্তব্ধতা ,
আজ আকাশ রঙিন - সময়ের
আজ জীবন রঙিন -  কাব্যের
আজ লাল ,নীল ,সবুজ আবিরের দিন আর ফাগের।

চলন্তিকা চল আজ রং মাখি
চল উড়িয়ে দি আজ এই লাল আবির -হিংসার রং
উড়িয়ে দি আজ নীল আবির - আকাশের রং।
চল আজ তোর গালে গোলাপি ,আমার হৃদয়ের আকাশ 
জানিস তো চলন্তিকা ,
গোলাপি হলো আদরের রং ,
আর সবুজ
সে তো স্বপ্নের । 

আজ শুধু মুক্তির কথা হোক
আজ শুধু আশার কথা হোক ,
আজ শুধু ফিসফিস ,আজ চলন্তিকা শুধু আজ গোপন কথা।
সময়ের রং
আরো গভীর মানুষের দুর্বলতায় লুকোনো মুহূর্তরা।
আজ শুধু সেই সব মুহূর্তের কথা হোক ,
হোক আজ আমাদের ভালো থাকার কথা।
সময় ফুরোতে থাকে ,মনে থাকে মানুষের করে ফেলা ভুল
পলাশ ফুল
তোর শরীরে আজ চলন্তিকা আবিরের গন্ধ ,
গন্ধ প্রেমের।
আমি শুধু কবি,কবিতায় তোকে জানাই  রঙিন ফাগের শুভেচ্ছা 
রং ও ২০২০।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...