Friday, March 13, 2020

পলাশ ফুল


পলাশ ফুল
... ঋষি

সময়ের শব্দদের অগ্রাহ্য করতে হবে
হেঁটে যেতে হবে নাগরিক উপত্যকা ধরে জীবনের অধ্যায়।
চলন্তিকা  বলে সময় অনুর্বর ,প্রেম শব্দটা নদীর বাঁধ
আর ভাঙলেই সমাজ ,জীবন ,সময় সব ভেসে যায়।
সংসার খোঁজে যোগ্যতা ভিটে মাটি সুখে ,
চৌরাস্তায় একলা দাঁড়ানো পাগলা  আনন্দ  মনের সুখে গেয়ে ওঠে
" খেলাঘর বাঁধতে লেগেছি "।
.
শব্দ ,সুর আর মানুষের বাঁচাগুলো
একসাথে একটা মিক্সারে গ্রাইন্ড করলেই তবে জীবন তৈরী হয় ,
ভাবনার রসদ
ঈশ্বর বলেন বিষাক্ত আপেল থেকে মানুষের পাপ জন্মায়
সময় বলে জন্ম  হলো মানুষের যন্ত্রণার কারখানা
আর প্রেম বলে মার্চ মাস এলে বিষাক্ত দুপুর গিলে খেতে আসে
আর আমার চোখ তখন  জন্মের খোঁজে ক্লান্ত।
.
মমির ঠোঁট চুষে উঠে আসা দৈনন্দিন
আমার কাছে সভ্যতা হলো নারী ,কিংবা গণেশ পাইনের আঁকা ছবি।
গড়িয়ে নামা ক্যানভাসে সময়ের রং ,দারিদ্রতার রং ,বাঁচার রং
সব মিলেমিশে
বাঁ
চার কারণ।
এখন কলকাতায় প্রচুর পলাশ ফুটেছে
পলাশ মানেই কষ্ট হতে হবে কেউ কখনো বলেছে বলে জানি না।
আসলে পলাশ হলো  সেই ছেলেটার নাম
যে চেনে তার প্রেমিকাকে ,
আর এটাও বোঝে সময় শুধু ঈশ্বর নয়
কোনো সকালে রাস্তার পাশে পরে থাকা পলাশ ফুল।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...