Thursday, March 19, 2020

পুরুষ কুকুর


পুরুষ কুকুর
.... ঋষি

আমি জানি চলন্তিকা তোর চোখে ঘৃণা
তুই বুঝিস পুরুষ মানে কুকুর।
যাকে তুই যতই লাথি ,ঝেঁটা মারিস ,যতই খেতে না দিস
ঠিক লেজ তুলে আসবে।

তুই জানিস চলন্তিকা তোর  ভিতরে একটা গভীর  নদী
যার পাহাড়ায় আছে পুরুষ নামক কুকুর।
তুই জানিস তোর শরীরে হিমোগ্লোবিন কমে গেলেও পুরুষ রক্ত চোষে
যেমন ভাদ্রের কুকুর রাস্তার ধুলো শোঁকে তৃষ্ণায়।

পুরুষ চেটে নেয় সময়ের নারীর আদ্রতা
যেমন প্রতিটা যুদ্ধে মানুষের দেশ আসে নারী লজ্জার মতো।
তবু তুই  বলতে পারিস  না যুদ্ধ বন্ধ করো
কিংবা কুকুরের মতো সেক্স।

আমি জানি মার্চের লম্বা দুপুর চলন্তিকা তোর কাছে  অন্ধপাখি
অথচ বিকেলের ভাঙা রোদ গুটিয়ে ঘুমিয়ে কুকুরের মতো।
প্রতিবার দু চার পেগ পেটে পড়ার পরে
না পারলেও পুরুষ তোকে কামড়াতে চায়।

আমি অন্ধ সময়ে একলা দাঁড়িয়ে বুঝে গেছি
আমার উপসনা চলন্তিকা হয়তো কোথাও কুকুরের মতো।
নিজেকে ভুলতে আমিও হয়তো চলন্তিকা পুরুষ মানুষ
কিংবা তোর কাছে সময়ের বিদ্বেষ।


No comments:

Post a Comment

বৃষ্টি ভেজা শহর

এ শহরে বৃষ্টি এলেই তুমি আসো সাথে নিয়ে আসো তোমার স্পর্শদের বৃষ্টির স্পর্শে থেকে যায় পুঞ্জমেঘ আর আধখাওয়া জীবন। আমি অকারণে ভিজতে ভালোবাসি বরাবর...