Wednesday, March 11, 2020

পাগলামি(১৩)

পাগলামি(১৩)
.... ঋষি
.
জন্ম নিয়ে গল্প কথা
স্মৃতির সব পুরোনো ব্যাথা
যখন কেউ আমাকে পাগল বলে।
.
ভালোবাসি ভুলবো কি করে
চলন্তিকা বাঁচবো কি করে
তার প্রতিবাদ করি আমি।
.
তোমার ঠোঁটে আমার ব্যাথা
সত্যি গুলো মিথ্যে কথা
যখন তুমি আমায় পাগল বলো।
.
আমি হাসতে থাকি
আমি লিখতে থাকি
ধন্য হয় যে সে পাগলামি। 
.
হিসেবের খাতা পত্র খোলা
নিজেকে মিথ্যে কিছু বলা
ধন্য আমি ধন্য  হে।
.
সময়ে এক রাজপুত্র থাকে
হৃদয়ে এক রাজকন্যা থাকে
পাগল তোমার জন্য হে !

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...