Wednesday, April 15, 2020

স মী ক র ন



সমীকরন
..ঋষি
.
প্রতিটা মৃত্যু থেকে যায় বুকে
যেন নদীর শব্দ, নিরিবিলি স্তব্ধতাই ফিরে যায় রৌদ্র,
বৃষ্টি এসে পরে।
.
ভাঙা অধিকার নিয়ে সামাজিক পরিচয় কাঁদায় মানুষকে
মিছে কথা কাটাকাটি,
মানুষ বোঝে ভালো মৃত্যুর থেকে সহজ সমীকরন কিছু নেই,
তবু বেঁচে থাকা
নিরন্তর যুদ্ধ নিজের সাথে,
আদুরে বেড়ালের মতো মাথা ঘষে সময়ের সাথে সন্ধি করে।
.
যন্ত্রণায় কোন শব্দ হয় না 
যন্ত্রনার মানেটা বুঝতে হয়তো আমাকে হেঁটে যেতে হবে কয়েকশো যুগ।
ভাঙা গুড়োগুড়ো কাঁচের সম্পর্কে দাঁড়িয়ে
হয়তো হাজার বছর পরে
আমাকেও নিজের সন্তানকে বলতে হবে আর পারছি না বাবু
এবার কোল থেকে নাম বাবা
আর পারছি না।
হয়তো কয়েকশো সফর পরে আমি বেকার কোন পাশের চরিত্র
সাজানো সংসার থেকে সরে দাঁড়াতে হবে,
সকলকেই দাঁড়াতে হয় সময় করে নিজের প্রিয় সময়ের মৃত ছবির পাশে।
তবু অপেক্ষা থাকে
কারণ এইভাবে বেঁচে থাকাটা দমবন্ধ সময়ের সামাজিক সংস্করণ,
হিসেবি আমরা
আর বেহিসাবি কারণ , 
কারণ মানুষের বেঁচে থাকাটা সত্যি
বাকিসব মিথ্যে।
.
অথচ সময় ক্রমশ পা বাড়াতে থাকে হারানোর দিকে ।


   

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...