Wednesday, April 15, 2020

আকাশী শৈশব

 আকাশী শৈশব
...ঋষি
আইনস্টাইন লাল আপেল নামিয়ে এনেছিল আকাশ থেকে
শুধু পৃথিবী  রং বদলালো।
আয়নার গুঁড়োগুঁড়ো কাঁচে  শৈশবের দাঁত উঠে গেলো।
কাগজের নৌকা ভেসে গেলো নর্দমার জলে ,
হৃদয়ে আঁকা সেই আমার শৈশব
আজ কমিক্সের বইগুলো ছেড়ে
 রুপকথার ফ্যান্টম ছাপোষা এক ভীতু মানুষ হয়ে গেলো।
.
আজ সত্যির ঝড় উঠলে ভয় করে
আজ সত্যি সময়ের বিরুদ্ধে একলা দাঁড়াতে ভয় করে,
বুকের পাঁজরে কারণ অকারণে কাঁদতে থাকে,
আমার সাত বছরের ছেলে।
সময়ের ঝড়ে উড়ে যাওয়া অভিমানগুলো শুকনোপাতা আজ
তবু সেই অভিমানগুলো পুড়িয়ে দিতে ভয় করে।
.
সময় দায়িত্ব নিতে শেখায়
সময় শেখায় সার্কাসের দড়ির উপর দাঁড়িয়ে দৈনন্দিন পারাপার।
সময় একলা হতে শেখায়
শেখায় শৈশবে শেখা মিথ্যেগুলো সত্যি করে বলতে।
আমার ছোটবেলার ফরিদ কাকার কথা মনে পড়ে
যে আকাশে কবুতর উড়িয়ে বলতো
খোকন তুই এমন করে নীল  আকাশে উড়তে পারবি ?
কিন্তু ফরিদ কাকা মরে গেলো তাকে উত্তর দেওয়ার আগে,
তাকে বলার ছিল
আকাশে ওড়ার যোগ্যতা শুধুই পাখির
কারণ পাখির জন্য নীল আকাশ থাকে
থাকে শৈশব আকাশী রঙের গভীর আকাশে ।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...