Friday, April 24, 2020

ভালোবাসি তাই


ভালোবাসি তাই
....ঋষি
.
ভালোবাসি তাই,আমার কাছে থাকো
ভালোবাসি তাই,আমায় ভালোবাসা।
.
ভালোবাসি তাই,সময়ের এই জেদ
ভালোবাসি তাই,আমরা কমরেড।
.
ভালোবাসি তাই,উনুনের চোখে জল
ভালোবাসি তাই,সময়ের কোলাহল।
.
ভালোবাসি তাই,একলা দুপুরে মেঘ
ভালোবাসি তাই,আমাদের মতভেদ।
.
ভালোবাসি তাই,রৌদ্র ছুঁয়ে ঢেউ
 ভালোবাসি তাই,ঝগড়া করছে কেউ
.
ভালোবাসি তাই,হিসেবের গড়মিল
ভালোবাসি তাই,সময়ের আকাশে চিল।
.
 ভালোবাসি তাই,পথের নেই কো শেষ
ভালোবাসি তাই,এই তো আছি বেশ।
.
ভালোবাসি তাই,চোখ না বোজা রোগ
ভালোবাসি তাই,যন্ত্রনার সম্ভোগ।
.
ভালোবাসি তাই,আল্পসের মুখে ঠোঁট
ভালোবাসি তাই,ফুল ফুটছে রোজ।
.
ভালোবাসি তাই,তোমার চোখেতে জল
ভালোবাসি তাই,আদমের বিষাক্ত ফল।
.
ভালোবাসি তাই, একলা আকাশে পাখি
ভালোবাসি তাই,তোমাকে যত্নে রাখি।
.
ভালোবাসি তাই,তোমার জন্য বাঁচি
ভালোবাসি তাই,আমরা সময় সাজি।
.
ভালোবাসি তাই,তুমি জুড়ে অসময়
ভালোবাসি তাই,আমাদের হবে জয়।







  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...