শুভ নববর্ষ ১৪২৭
... ঋষি
নতুন সময় চাইছে জীবন
ক্যালেন্ডারের পাতায় খুব সহজে ছিঁড়ে ফেলছে পুরোনো হিসেব,
চলন্তিকা, আমি, তুমি, নতুন বছর
সব গৃহবন্দী এইসময়।
শুধু স্মৃতির পাতা ছিঁড়ে খুঁজে আনা হিসেব
কি পেলাম আর কি হারালাম।
.
গৃহবন্দী শহর জানলার ভিতরে দাঁড়িয়ে খুঁজছে মুক্তি
মুক্তি শব্দটা চিরকালীন গল্প, উপন্যাসে মানায়,
আর মানায় স্বপ্নে।
কেউ কি আদৌ ভাঙতে পারে শিকল ?
কেউ কি সত্যি বদলাতে পারে সময় ?
নাকি শুধু অপেক্ষা
নিজের আকাশে স্বপ্ন বোনা সোনালী আকাশের কবিতা।
.
চলন্তিকা তোমার মন খারাপ
আর মনখারাপ আমার হৃদয়ের দেওয়ালে একটা অন্ধকার ছবি,
জানি তুমি খুঁজছো অপেক্ষা
আর সময় খুঁজছে শরীর, সংসার আর একলা থাকা দিন।
.
আমরা তো সকলে বেঁচে,
নিজেদের গভীরে বলবিয়ারিং ভাঙা পুরোনো সাইকেলের প্যাডেলে পা দিয়ে
আমরা তো আছি বেঁচে,
মাথার ভিতর ক্রমাগত সাইকেলের পুরনো হাড় পাঁজড়ের শব্দ
তবু পুরনো ঘন্টি বাজছে নিয়মমাফিক, ক্রিং ক্রিং
দরজা খুলছি সকলে, বন্ধ করছি।
দেখো না আজ বাঁচতে, বাঁচতে ১৪২৬ শেষ করে নতুন বছরে
অথচ ঝগড়া থামছে নিজের সাথে, তোমার সাথে
এতো শোরগোল, এত মৃত্যু নিজেদের
তোমাকে জানাতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছি কই
" শুভ নববর্ষ ১৪২৭ "
ভালো থেকো চলন্তিকা।
... ঋষি
নতুন সময় চাইছে জীবন
ক্যালেন্ডারের পাতায় খুব সহজে ছিঁড়ে ফেলছে পুরোনো হিসেব,
চলন্তিকা, আমি, তুমি, নতুন বছর
সব গৃহবন্দী এইসময়।
শুধু স্মৃতির পাতা ছিঁড়ে খুঁজে আনা হিসেব
কি পেলাম আর কি হারালাম।
.
গৃহবন্দী শহর জানলার ভিতরে দাঁড়িয়ে খুঁজছে মুক্তি
মুক্তি শব্দটা চিরকালীন গল্প, উপন্যাসে মানায়,
আর মানায় স্বপ্নে।
কেউ কি আদৌ ভাঙতে পারে শিকল ?
কেউ কি সত্যি বদলাতে পারে সময় ?
নাকি শুধু অপেক্ষা
নিজের আকাশে স্বপ্ন বোনা সোনালী আকাশের কবিতা।
.
চলন্তিকা তোমার মন খারাপ
আর মনখারাপ আমার হৃদয়ের দেওয়ালে একটা অন্ধকার ছবি,
জানি তুমি খুঁজছো অপেক্ষা
আর সময় খুঁজছে শরীর, সংসার আর একলা থাকা দিন।
.
আমরা তো সকলে বেঁচে,
নিজেদের গভীরে বলবিয়ারিং ভাঙা পুরোনো সাইকেলের প্যাডেলে পা দিয়ে
আমরা তো আছি বেঁচে,
মাথার ভিতর ক্রমাগত সাইকেলের পুরনো হাড় পাঁজড়ের শব্দ
তবু পুরনো ঘন্টি বাজছে নিয়মমাফিক, ক্রিং ক্রিং
দরজা খুলছি সকলে, বন্ধ করছি।
দেখো না আজ বাঁচতে, বাঁচতে ১৪২৬ শেষ করে নতুন বছরে
অথচ ঝগড়া থামছে নিজের সাথে, তোমার সাথে
এতো শোরগোল, এত মৃত্যু নিজেদের
তোমাকে জানাতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছি কই
" শুভ নববর্ষ ১৪২৭ "
ভালো থেকো চলন্তিকা।
No comments:
Post a Comment