Friday, April 17, 2020

পর্যটক


পর্যটক 
... ঋষি
সমস্ত নিরুত্তরকে উত্তর করার পর
আমার পকেট থেকে বেড়িয়ে পরেছে কম্পাস,বিন্দু,সরলরেখা,
ইতিহাস বইয়ের পাতা থেকে বেড়িয়ে পরেছে
হিউয়েন সাং আর কলম্বাস।
পথ কে পা দিয়ে মেপে মেপে ভুলে যাওয়া,
এক সময় ঘড়িকেও প্রয়োজন নেই,  আকাশ দরকারী,
দরকার ডুব সাঁতার, দম বাঁচিয়ে রাখার কৌশল।
.
আছি ও নেই
এক সঙ্গে হাত ধরে হাঁটা,
অদ্ভুত আয়নায় একা-বোকার মত দ্রাঘিমাংশে একলা দাঁড়িয়ে।
একলা দাঁড়িয়ে কর্কটক্রান্তি থেকে দেখা সুর্য
তোমার শহর।
.
তুমি সুর্যের মুখোমুখি
তুমি মুখোমুখি দাঁড়িয়ে তোমার সময় ঘেঁষে দাঁড়ানো মৃত শহরে। 
জন্ম থেকে মৃত্যু শব্দ অবধি ঘুরে ঘুরে ক্লান্ত তুমি
 শেখালে শব্দহীনতার অন্তিম অদৃশ্যে পৌঁছে যাওয়া।
অদৃশ্য সত্যি
স্কুলের বেঞ্চে খোদাই করে রাখা অতৃপ্তি
লুডোর তিন  ছক্কা, পুট
আমাকে বারংবার ঘরছাড়া করেছে তোমার নাম ।
বুকের বোতাম খোলা আনমোনা রৌদ্র
গড়িয়ে নামা তোমার বুকের ঘাম,
তোমার শরীরটা শুধু মাত্র সামাজিক
শুধুমাত্র যান্ত্রিক।
.
এই অসময় শুধু সময়ের জীভের ডগায় পর্যটকের ভীড়
আর আমার কম্পাসে বৃত্তের উপমা।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...