Wednesday, April 15, 2020

আগডুম,বাগডুম

আগডুম,বাগডুম
... ঋষি
চুরি হয়ে যাচ্ছে অক্ষর বলিনি কখনো
শুধু একোরিয়ামের গোল্ডফিসগুলো হঠাৎ বৈশিষ্ট্য ছেড়ে দিচ্ছে
দিনের পর দিন হয়ে যাচ্ছে দামাল ঘোড়া।
ঘোড়া ছুটছে আকাশের গায়ে
চারপাশে অন্ধকার,
ঘোড়া ছুটছে চাঁদেতে থাকা বোকা বুড়ির গল্পে।
.
চলন্তিকা চুরি হয়ে যাচ্ছে
চুরি হয়ে যাচ্ছে রাষ্ট্র নামক বোবা দেশলাই কাঠি।
কাঠুরে খুঁজে পাচ্ছে না তার লোহার কুঠার
ঈশ্বর এগিয়ে  দিচ্ছেন একের পর  এক প্রশ্ন,
উত্তর জানি আমরা সবাই
তবু ভোকাট্টা আমার শব্দরা আকাশের গায়ে শুধু অনিয়ম
নিয়ম করে ধৈর্য্য বেড়ে যাচ্ছে।
.
ঝগড়া হচ্ছে নিজের সাথে
ঝগড়া করছি আমি নিয়ম করে চাঁদের বুড়ির সাথে।
বুড়িটা একমনে চরকা ঘোরাচ্ছে
আর দামাক ঘোড়া কেমন যেন বোকার মত চেয়ে আছে
ঈশ্বরের অপেক্ষায়।
জানি ভাবনারা সব ফুরিয়ে গেলে অপেক্ষা বেড়ে যাবে
বেড়ে যাবে চাঁদের বুড়িকে যুবতী দেখার লোভ।
জানি আমার অক্ষররা চুরি হয়ে গেলে কিছু যাই আসবে না
শুধু চাঁদের বুড়ির চরকা থেমে যাবে,
চাঁদ তখন ক্লান্ত হয়ে ঘোড়ার পিঠে বসে কবিতা লিখতে থাকবে
লিখবে আরো আগডুম, বাগডুম
লিখে ফেলবে আমার মৃত অক্ষরগুলো অন্য কবিতায়।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...