Saturday, April 18, 2020

খিদের কবিতা


খিদের কবিতা
.. ঋষি
.
তালিকাবদ্ধ আমাদের জীবন
আর যাত্রায় লেখা না জানি কত প্রজাপতির স্বপ্ন।
বকেয়া বাকি ইচ্ছেগুলো পৃথিবীকে চিবিয়ে খেয়ে ফেলে বারংবার 
ছিবড়েগুলো পড়ে থাকে অপেক্ষায়,
জানি মাঝে মাঝে চাঁদ, সুর্য অনুপস্থিত থাকবে জীবনে
তাই বলে বেঁচে থাকা ফুরোবে না কখনও।
.
বসন্তের সময় মাত্র কয়েকমাস 
রজনী গন্ধ  শুকোয়
 সময়ের কথা বলছে পরকীয়া কবিতার শব্দরা।
যুগে যুগে নগ্ন হয়েছে প্রেম ,
শুধু মাত্র সমীকরনে বদলায় সময় আর সমাচার
তাই বলে প্রেম ফুরোয় না কখনও।
.
 সময়  ঠিকানা হারায় ,  হাড্ডির ভেতর কথারা নিশ্চুপ
আচ্ছা আমি তো হাজোরবার ভেবেছি তোমায় ছাড়া
কবিতা হয় না কেন ? 
হয় না কেন প্রেম ?
সত্যি করে বলুক তো রাষ্ট্র,  যদি  কোনো নারী স্তনে না থাকে বারুদ
যদি নারী মাংসের উপযোগিতায় ১৪৪ ধারা লাগানো হয়
তবে কি কবিতা আসবে এই শহরে ?
তবুও কি প্রেম থাকবে শহরে?
.
শুনেছি তো প্রেম মানে পুজো,
জানি  তো তোমার সময় মানে আমার প্রেম
তবু কেন সময়ের ব্লাউজের ভেতর  রাধা কৃষ্ণর প্রেম আজও অতৃপ্ত,
তবুও কেন সুখী আয়না বিক্রি যারা করে তাদের আয়নাতে নাটক। 
সময় নিজেদের আয়না পরিষ্কার রাখে সাজিয়ে গুছিয়ে
তবুও জানো সময়ের ঘুমের ওষুধের রোগ
আর আলোর চিৎকার ফুরোয় না।
ফুরোয় না আয়নায় জমা সময়ের মুখ,
শুধু খিদে বেড়ে যায় বেঁচে থাকায়
তাই বলে খিদের কবিতায় আমাদের কথারা ফুরোবে না কখনও।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...