Wednesday, April 15, 2020

চুমু কাব্য


চুমু কাব্য
... ঋষি
মঞ্চের উপর দাঁড়িয়ে চিৎকার করছি
সত্যি বলছি চলন্তিকা আমার চুমু পাচ্ছে ভীষণ।
চারদিক থেকে থুথু
চারদিক থেকে শুধু প্রতিবাদ মিছিল, মোমবাতি দর্শন
আপনারা বলুন
চুমু পাওয়াটা কি অপরাধের?
নাকি খাওয়াটা?
.
সত্যি মিথ্যে জানি না
তবে এটা জানি না পাশের পাড়ার সদ্য দুধ গজানো মেয়েটা
এই চুমু খাওয়ার জন্য হারিয়ে গেলো।
বিশ্বাস করবেন না জানি, তবু বলি
শুধুই এই চুমু খাবে বলে
 পঞ্চাশ বছরের গোপাল মুদিওয়ালা পরের বিয়ে করলো।
.
এমন অনেক চুমু অবতার হাওয়াবাতাসে অক্সিজেনের মতো
কানে শুনেছি তারপর বুঝেছি
সারা পৃথিবীর ২২ রকমের চুমু।
কোনটা গালে,কোনটা কপালে, কোনটা ঠোঁট, কোনটা নীচে
কোনটা ঠেকিয়ে
বাকিটা থাক।
তুমি কি এখন বুঝতে পারছো চলন্তিকা
চুমু কাকে বলে?
ওই যে চোখ বন্ধ করে,ওই যে ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে
যাতা,যাতা
শুধু কল্পনায় চুমু।
.
বিদ্র ঃ তাও মশাই আপনারা বলছেন অপরাধ। 
  

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...