সর্বনাশ
...ঋষি
.
সর্বনাশ লিখতে লিখতে
কামড়ে দিলাম তোর কানের লতি
এক কাপ চায়ে ঠোঁট ডুবিয়ে ডুব দিলাম,উফ
শরীরের জ্বর
আর মনের গভীরে মুহূর্তদের ঘর ।
.
বুকের ভিতর বাহান্নটা হাঁদারাম ,বত্রিশ ক্যালেনা আছে যাদের
তাদের জন্য সিঁদ কাঁটা ঈশ্বর সর্বনাশ ,
আর বসবাস
নিজের গভীরে কুঁড়ে খাওয়া ডেও পিঁপড়ে ,
রক্তের ঝাঁঝরিতে আজকাল বাস করে একজন রেস্পন্সিবল প্রেমিক
হে ঈশ্বর শক্তি দিও।
.
সর্বনাশ শব্দের সমাস জানা নেই
জানা নেই ব্যাকরণ
বুকের বারোমাস দরজা খুলে শুয়ে থাকে ঈশ্বরের চোখ
প্লিজ একবার দরজা খুলতে চাই।
এরপরএকে একে খুলে নিলাম তোকে বুকের কোষে
অজান্তে সিগারেটের নিকোটিন বিদ্রোহ করে
আবার ডুব দিলাম ,উফ
শরীরের জ্বর
মুহূর্তদের ঘর
আর সর্বনাশ ভালোবাসা লিখতে বোধহয় পুরুষের বিছানা কম পড়ে।
No comments:
Post a Comment