Friday, July 23, 2021

বিষাক্ত

বিষাক্ত
.. ঋষি 
আমাকে আগুনে পুড়িয়ে দেও
হে সমাজ,হে নারী, হে সময়, হে সিঁদুর, 
আমার তপ্ত নাভিকুন্ডে তুমি ঢেলে দিও অন্ধকার বিষ। 
.
সকলে সমাজ হয় না 
প্রতিদিন সময় হয় না
শুধু বুকের আস্তানায় বাস করে যে মানুষ 
সে কথা বলতে ভুলে যায়। 
.
আকাশের গায়ে পাপ ঢেলে অনবরত এই শহর শুধু মুখোশে
সত্যি খুঁজতে আজকাল আমিও বৈষ্ণব
গেয়ে উঠি বিবেকের গান, 
এ শহরে বৃষ্টি আমাকে বিবাগী করে, সময় আমাকে করে বিকল
নারী আমাকে উদভ্রান্ত করে,সমাজ পড়ায় শিকল। 
সব শুনি, সব বুঝি 
তবুও বুঝতে পারি না 
মানুষের 
মু
খো
শ 
আর সময় এক বিষাক্ততায়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...