Saturday, July 3, 2021

আলোর দিশা

 


আলোর দিশা 

... ঋষি 

এইভাবে তুমি তাকালে একটা মৃতদেহ জেগে ওঠে 

বুকের মাঝের তুফান খবর রাখে না 

কাছে ,দূরে। 

আজকাল কিছুই চিনতে ইচ্ছে করেনা তেমন

চেনার উপায়গুলি ছাড়া

ঘুরতে শুরু করলে ফ্যানের ব্লেডগুলিকে দেখায় নিরাপদ বৃত্তের মতো। 

.

ঘুরতে শুরু করলে মাথার ভিতর অবিরত কিছু  মায়া 

চলন্তিকা ,প্রগতিশীল সভ্যতার বুকে এক নারী সভ্যতার মশাল হাতে ,

ওচোখে আমার স্মৃতিভ্রম হয় 

কুয়াশার ভিতর থেকে একটা অদ্ভুত মায়া এগিয়ে আসে 

আলোর দিশা 

একটা মৃতদেহ হঠাৎ ঘুম ভেঙে আচমকা এগিয়ে যায় ,

খুব চেনা লাগে ,হুহু মিলে যায়। 

.

এইভাবে তুমি তাকালে একটা মৃতদেহ জেগে ওঠে 

তুমি জানো চলন্তিকা প্রতিটা জ্যান্ত মানুষের মধ্যে একটা মৃতদেহ আছে

তাকে ছুঁয়ে দিলে দুঃখ হয়,

অনুভূতি 

পাওয়া ,না পাওয়া একটা দীর্ঘশ্বাস। 

শুধু স্মৃতির দিকে ঘুরে দাঁড়ালে কুয়াশা ভালো লাগে

ভালো লাগে সভ্যতার মশাল হাতে সেই নারী 

চলন্তিকা ,

চলন্তিকা তোমার চোখে আমি মৃত্যু দেখেছি 

দেখেছি আমার জন্ম

দেখছি নিজেকে 

কিন্তু কেন জানি তবু আজকাল ভয় করে 

নিজেকে হারাবার 

কিংবা 

নিজেকে পাবার। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...