ফুলেদেরও কষ্ট হয়
... ঋষি
ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে এই সভ্যতায় স্বপ্ন তৈরী করে
তৈরী করে ভিতর ঘরে ঈশ্বর ,
অনবদ্য সৃষ্টির মতো কিছু মানুষের ভিতর
ইচ্ছে করে ,
ইচ্ছে গাছ ,ইচ্ছে অভ্যেস ,ইচ্ছে বেঁচে থাকা
ইচ্ছে একা থাকা।
.
সারা রাস্তা জুড়ে পরে আছে সোনালী কিছু স্বপ্ন
মানুষ একটা বিশেষ নিয়ে স্বপ্ন দেখে
কিছু মানুষ রাস্তায় হাঁটতে ইচ্ছাকৃত ফুলগুলো পাড়িয়ে যায়
কিছু মানুষ অনিচ্ছায়
কিন্তু কিছুতেই বোঝে না এই সভ্যতা
ঝরা ফুলেদেরও কষ্ট হয়।
.
কষ্ট শব্দটা বিশ্লেষণে বসলে
চোখের পর্দায় একের পর এক সভ্যতা সরতে থাকে
একটা সদ্য জন্মানো শিশু রাস্তার ফুটপাথে পরেও আজও কারণ খোঁজে
একজন সদয় বিবাহিত নারী তার স্বামীর সংসার স্বপ্ন খোঁজে
একজন পুরুষ তার সন্তানের চোখে নিজেকে খোঁজে
একটা সদ্য জন্ম নেয়া কবিতা যেমন পাঠক খোঁজে
ঠিক তেমনি
এই হৃদয় ,এই বেঁচে থাকা
খোঁজে মানুষ
........ মনের মানুষ।
.
তবু ফুলগুলো শুকিয়ে যায় ,তবুও ফুলগুলো চটকে দেয় কেউ
কখনো ইচ্ছায় ,কখনো অবহেলায়
তবুও যেন
ফুলেদেরও কষ্ট হয়।
No comments:
Post a Comment