Friday, July 16, 2021

দর্শন আর দৃষ্টি



 দর্শন আর দৃষ্টি 

.. ঋষি 


"The human species thinks in metaphors and 

learns through stories."

তোমার সময়ে সভ্যতা 

আমার হাতে পুরোনো ঘড়ি সময়ের হলাহল 

তবুও জানো আমার মনে  হয় 

আমি তুমি আসলে সময়ের কোলাহল। 


.

তোমার হাতে ছুঁচ সুতো ,আমার হাতে সময় 

এপাশ ওপাশ হৃদয়ের ঘর 

সেলাই হচ্ছে সময়ের কলে অনবরত কথা 

তুমি জানো জীবন মানে জীবিত কিছু ব্যথা। 

.

তোমার হাতে রঙের বাটি 

আমার সারা সময় জুড়ে অনন্ত ..আকাশ।

দেখতে পেলে সময় জুড়ে একটা বিশাল ঘর 

তুমি বোঝ আমি বুঝি ,সময় সময়ের জ্বর। 

.

তোমার হাতে অঢেল মেঘ 

আমার ঘরে বৃষ্টি 

মুখ খুললে অমঙ্গল ,আসলে অনাসৃষ্টি 

শুধু বোধহয় একলা আমি দর্শন আর দৃষ্টি। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...