Monday, July 26, 2021

তো ইয়াদে

 


ইয়াদে 

.... ঋষি 


খুদসে না পুছো ,ইয়াদে ক্যা হোতি হ্যা 

ইস জিন্দেগিসে পুছো ,ইয়াদে কিউ হোতি হ্যা 

জিন্দা হ্যা কিউ কি ইয়াদে হ্যা 

জিন্দা নেহি হয়ে কিউ কি ইয়াদে হ্যা। 

.

কেউ একটা বলে গেলো কানে কানে 

স্মৃতিমাতৃক  সভ্যতা 

.......... ইতিহাস বটে 

সমুদ্র সূত্র ধরে আমি সারা ভারতবর্ষ ঘুরে বুঝতে চাইলাম 

নদীমাতৃকের  মানে ,

অথচ বুঝলাম নদী শব্দটা জীবনের থেকে আলাদা নয় 

ক্রমশ বয়ে যাওয়া কিছু ভাবনা 

একটা জীবনী বটে। 

.

কবে যে ঈশ্বর জন্ম নিয়েছিলেন 

কবে যে ঈশ্বর হেঁটে গেছিলেন মানুষেররূপে,ভাবনার বেশে মানুষের গভীরে 

কবে যে জন্মের হাজারোরূপ প্রতারক হয়ে কখনো হিটলার ,কখনো বা মীরজাফর 

সত্যি বলতে পারাটা আদতে একটা বিশ্বাসের রূপ 

অথচ এই সভ্যতায় সকলে কথা বলে 

কিন্তু মানেটা কেউ বলে না। 

স্মৃতি নিয়ে মানুষ যদি কোনোদিন কলম ধরে তবে সেটা উপন্যাস 

ভাবনা নিয়ে মানুষ যদি কখনো তোমায় গড়ে  তবে তা প্রেম  

আর কষ্ট দিয়ে যদি মানুষকে গোড়া  তবেই তা ঈশ্বর। 

জানি এই বার্তা পৌঁছবে না সভ্যতার কাছে 

জানি এই বার্তা বড়ই বেমানান 

তবুও 

.

ইয়াদ ওহী আতি হ্যা জিসে তুম ভুল না পাওয়ো 

ইয়াদ ওহী হোতি হ্যা জিসে তুম রোক বা পাওয়ো  

ফিরবি ইয়াদ আতি হ্যা 

কিঁউকি ইয়াদে হ্যা তো  জিন্দেগী হ্যা। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...