আলোর পাতায়
... ঋষিপচন ধরেছে বাসি রক্তে
প্রতিক্রিয়ায় একগুচ্ছ গোলাপ পাঁপড়ি ছড়িয়ে শুয়ে,
আমি তাকিয়ে থাকতে ভালোবাসি
শহরের শেষে তাই কোনো এক কবিতার পাতায়
আমার কবিতারা খুব সুন্দর
চলন্তিকায় সেই সময় একগুচ্ছ গোলাপ ছড়ানো।
.
বেঁচে থাকার গল্প অনেক, বাঁচতে দেওয়ার কই?
অদ্ভুত এই ভাবনা ,
ভাবনার শহরে সকলেই কিছুতেই বুঝতে চায় না
সবকিছু বোঝা সম্ভব নয় একজীবনে
আর সবকিছু জানা
না সে এক অসম্ভব।
.
ঈষৎ দুলে উঠছে আলো
ছায়া ছায়া চাঁদ গাছের পাতায় ভালোবাসা লিখে যাচ্ছে ,
এরপর সবাই ভাববে শরীর এগোবে
অন্ধকার আরও গাঢ় হবে এই কবিতায় ,
কিন্তু আদতে কিছুই হবে না
অবাধ্য কবিতার পাতাগুলো নরম গাল ছুঁয়ে নেবে আঙুল হয়ে।
সমস্ত লেখাটাই তখন রাতের পাতায়, নিওন হরফে
কি জানি,
আদৌ এই কবিতা পড়ছে কিনা কোনো চোখ ?
যে চোখে কবিতা ভেজে, ঝরে পড়ে ফোঁটা ফোঁটা
হয়ে,
সম্পর্ক ঠিকরে বেড়িয়ে পুড়ে যায় রেওয়াজ হয়ে ।
.
লক্ষ্য করছি
শব্দ…
ঈষৎ শব্দে দুলে উঠছে আলোর পাতা কবিতায় ।
No comments:
Post a Comment