পুরুষ মানুষ সব এক
... ঋষি
সমস্ত অবয়ব জুড়ে তোমার শাসন
হাজার রুপ, হাজার দহন,
ফিরে আসি মোদ্দা গল্পে, নারী পুরুষ ধর্ষক, পুরুষ পিতা
পুরুষ সেই যে আশ্রয়দাতা
পুরুষ প্রেমিক, পুরুষ ধ্বংস, পুরুষ অহংকার, পুরুষ সমাজ।
.
নৃশংস ধর্ষক ও শাসক চেঙ্গিজ খান
বোনের দুঃখে দুঃখী রাবণের সীতা হরন
জগতের সুখের হেতু শিবের মায়ের পায়ে ছবি
স্ত্রী হারানোর যন্ত্রনায় তুমুল ডমরুর শব্দ,
বিদ্যাসাগর, রামমোহন, লালণ, ডিরোজিও
কে সত্যি, কে মিথ্যা?
.
সমস্ত অবয়ব জুরে মিথ্যে প্রতারনা
পুরুষ মাত্র ঠক, জোচ্চোর, ধর্ষক, মিথ্যাবাদী
পুরুষ মাত্র রতি
পুরুষ মাত্র পীড়ন
ভুল, ভুল, ভুল।
খবর ছিল পাঁচ মাসের বাচ্চা ছেড়ে বিহারের সেই রমণী
প্রেমিকের হাত ধরে লাপাতা,
খবর ছিল মিসেস দত্ত আজকাল সারাদিন শরীর কুড়িয়ে বেড়ায়,
খবরে আছে পাড়ার পিংকি বলে মেয়েটা রোজ প্রেমিক বদলায়।
ভালোবাসা পাপ না
ভালো থাকতে চাওয়া পাপ না
পাপ হলো মিথ্যে কথন
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দাঁড়িয়ে আজ পুরুষ নারী কেউ কারোর গোলাম না
বরং নির্ভরশীল
তবে কিসের জন্য বলা?
জানা আছে পুরুষ মানুষ সব এক, শয়তানের নাজির।
No comments:
Post a Comment