তিলোত্তমা
.. ঋষি
.
ঠিক বুকের মাঝখানে হাত রাখি
ঠিক সভ্যতার বুকে পা রাখি
বলতে পারি না ঠিক কতখানি " তুমি আমার "।
রৌদ্রে পোড়া রাস্তার মতো, শহরের হাইরাইজ বিল্ডিংয়ের মতো
একলা বৃষ্টিতে ভেজার মতো, এই তিলোত্তমা
তুমি কার?
ঠিক বোঝাতে পারবো কোনোদিনই ঠিক কতটা " তুমি আমার "।
.
বুকের মাঝখানে কষ্ট হয়, খিদে নেই, ঘুম নেই
সভ্যতা আঁকড়ে বুকে পাটাতনে মিথ্যেগুলো লাফায় নদীর কাতলা যেন,
কি বিশাল সাইজ কষ্টদের,
বুঝতে পারি না এই মিথ্যের শহরে সত্যি এত মিথ্যা কেন?
মিথ্যা কেন প্রেম,বেঁচে থাকা, সম্পর্ক
বুঝতে পারি না তুমি কার?
.
ঠিক বুকের মাঝখানে হাত রাখি
হাত রাখি সময়ের মুহুর্তগুলোর জলছবিতে,
ব্রেইল অক্ষরে পড়তে থাকি বেঁচে থাকা এই শহরে।
মুহুর্তদের কথা বলি
মুহুর্ত জমাতে থাকি,
শরীরে জমতে থাকে ধুলোর একাধিক প্রলেপ
বুকের রক্তকোষে এক ধাক্কায় পুরোনো মুখগুলো বড় অচেনা
কষ্ট হয় হাঁতড়াতে
কষ্ট হয় মাটি খুঁড়ে খুঁজে পেতে এক বিষন্ন সভ্যতা
এই তিলোত্তমা,
তোমার মুখে মোনালিসার হাসি
বুঝতে পারি সব, তবু প্রশ্ন করতে ভয় করে
তুমি কার? ভালোবাসা
ঠিক বোঝাতে পারবো না কোনদিনই ঠিক কতটা " তুমি আমার "।
No comments:
Post a Comment