Friday, July 9, 2021

না শেষ হওয়া রাস্তা

 না শেষ হওয়া রাস্তা 

.... ঋষি 


একটা রাস্তা 

জীবনের অলিগলি ,খানাখন্দ ,নর্দমা ,জলাশয় পেরিয়ে 

খুঁজে চলছি নিজের ভিতর 

কোন ব্যোমকেশ ,কোনো লরেল হার্ডি ,কোন চার্লি চ্যাপলিন নেই ,

একটা সোজা রাস্তা 

সোজা পথ যার কোনো অতীত ,ভবিষ্যত নেই 

শুধু বর্তমান। 

.

এমন একটা রাস্তা যাকে উদ্বোধন করতে 

কোনো প্রকল্প মন্ত্রী ,জননেতা ,কোনো দেশ সেবক দরকার নেই ,

দরকার নেই দরজার বাইরে পথ ,জানলা থেকে উঁকি মারা রাস্তা 

শুধু একটা রাস্তা 

যা কোনো  দেশের ভিতর দিয়ে না ,কোনো নারীর ভিতর দিয়ে না 

মা না ,প্রেমিকা না ,বন্ধু না 

মিথ্যা সত্যি ,আলো অন্ধকার কিছুই না

শুধুই রাস্তা। 

.

পঞ্চ ব্রম্হ ,রিপু ,অধিকার ,অর্ধনারীশ্বর দিয়ে

সুনীল ,শক্তি ,তারাপদ ,বঙ্কিমচন্দ্র দিয়ে কত রাস্তা বানাব ?

এইবার পায়ে আর রক্তকরবী থাকবে না,

চলন্তিকার ভিতর আর কত মাটি খুঁড়বো 

আর কোনো ইতিহাস--ভূগোল ,দেশ -কাল - শাসন -শোষণ দিয়ে 

এইবার আর কোনো রাস্তা হবে না। 

কোনো ইউটার্ন ,কোনো সম্পর্ক ,কোনো মাঝি নৌকো 

কোনো চন্দ্রকলা ,কোনো সূর্যগ্রহণ ,কোনো অবিশ্বাস ,কোনো অহংকার 

না আর না 

এইবার একটা রাস্তা সোজা সাপ্টা শান্তির জন্য 

নিজের মতো 

নিজের ভাবনায় 

নিজের গভীরে 

একটা পথ না ঈশ্বরের ,না অসুরের ,না মানুষের 

শুধু বাঁচার জন্য। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...