গোঙানি
... ঋষি
এমন গোঙানি আর নয়
কবে থেকে বসে আছি এক প্রজন্মকে দেখবো বলে
নিজেকে দেখবো বলে।
দুঃখ লেগে আছে অনেক গভীরে
বুকের গভীরে নীল চোখ ,যৌবন শেষ হবে কবে
অথবা কবে ফুটবে সুখ এই শহরের ঘরে ঘরে।
.
ব্যস্ততম দিন
আমরা বসে আছি ক্লান্ত ভিখারি এই শহরের ধুলোয় ধুলোয়,
ধুলো উড়ছে
পুবের আকাশে জমে যাচ্ছে অবাঞ্চিত মেঘ ,
বৃষ্টি শব্দটা এই শহরে পরিচিত হলেও
পরিচিত নয় বৃষ্টির গভীরে শুয়ে থাকা সুখ।
.
এমন গোঙানি আর নয়
অট্টহাসিতে জীবন ফেটে পড়ছে সময়ের কালিমায় ,
মাথার ভিতর আজকাল একটা ট্রেন চলতে থাকে
অবিরাম স্টেশন
আর সময়ে আমি দেখি সে যেন একের পর এক বগি দিন প্রতিদিন।
ট্রেন চলতে থাকে দিন তারপর রাত
তারপর সময় ,তারপর বছর ,তারপর বয়স
দূরত্ব কমে না গন্তব্যের
শুধু এগিয়ে যায় ট্রেন গোঙানির ভিতরে।
No comments:
Post a Comment