Sunday, July 11, 2021

রুমাল

 


রুমাল 

... ঋষি 


রুমালের অজুহাত থাকে 


অজুহাত  থাকে এই শহরে ধুলোর কিংবা বিজ্ঞাপনের 


তুমি পাবে কী তাকে ?


এটা ঠিক প্রশ্ন না। এটা প্রশ্ন হতে পারে না 


শধু বুকের কয়েনে হাজারোবার টস 


হেড কিংবা টেল। 


.


এইটুকু জানা  নিয়ে ভনভন করে ওড়ে মাছি 


এই সময় ,


আমি আসলে আমার পচে যাওয়া দেখতে বেঁচে আছি।


ওষুধের গন্ধে অসুখ ঘুরেছে পায়ে পায়ে রোজ 


আজ যদি  গভীরতার  কাছে যাই 


দূরত্ব ছিটিয়ে রাখার দায়ে 


আরো কিছু শতাব্দী এই শহরের অপূর্ণতায় বাঁচা প্রয়োজন । 


.


ভাগ্যিস ফুটপাত ছিলো, না হলে মানুষ


ঘরের দুঃখে মরে যেত,


গোটা একটা শহর আমার হৃদয়ে জ্বালাবো বলে  


তুমুল রৌদ্রে আমিও বের করি আমার অজুহাতের রুমাল। 


জানি  এই শহর থামতে শেখে নি 


আমরাও কি শিখেছি থামতে কিংবা মিথ্যা বলতে ?


সকলেই ভাবি চলো সংসার করি, পেটে ধরো


সত্যি হোলো দুধের দাঁত পড়ে গিয়ে আমারও  মদের দাঁত কিড়মিড় করে


সমাজের নিয়ম মেনে নিয়ে মানুষের সত্যিগুলো জ্বলে মরে  


হেস্তনেস্ত করা হয় না 


শুধু অজুহাতের রুমালে মুখ মুছে ফেলা। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...