Thursday, July 8, 2021

বুঝি, তবু বুঝি না


 বুঝি ,তবু বুঝি না 

... ঋষি 

.


যা হয়নি তাতে কোনো দুঃখ নেই 

যা হয়েছে তাতেই আফসোস ,

চলন্তিকা তোমাকে বলা হয় নি 

আজ আমি দুংখী এলাকার লোক ,বারোমাস বৃষ্টি

আমি তো ভিজি রোজ একলা এই জনবসতিহীন জন্মতে ।

.

আমার এখানে গাছগুলো মাথা নিচু করে আকাশ দেখে 

আমার এখানে পাখিগুলো আজকাল চুপচাপ মনমরা থাকে ,

কোন এলাকায় থাকি আমি  জানি না 

এটা জঙ্গল না শহর এটা বুঝি না  ,

শুধু বুকের মাঝে আজকাল একটা বিড়াল ডাকে 

বিড়াল দুধ ,মাছ ,মাছের মাথা সব খেলেও আমায় খায় না 

কারণ এঁটো খেলে বেড়ালের রক্তবমি  হয়। 

.

সত্যি বলছি একথালা ভাত পেলে আমি মরতে পারি 

একথালা  ভাতের জন্য আমি শরীর বেঁচতে পারি 

কিন্তু তবু যেন সন্মান ,

এই এঁটো সম্মান বুকে আমি চুরি করতে পারি 

কিন্তু চোর কদাচ নয়। 

চালে ডালে আর চায়ে চামচে মেলামেশা দেখে

মানুষের বিয়ে হয়ে যায় ,

পাড়ার সুন্দরী মেয়েটার দোষ খুঁজে তাকে নষ্ট করে সময় 

অথচ তার চোখে সরগম  ও আঙুলে হারমোনিয়াম ,

আমি সব বুঝি

ভালো 

মন্দ,

সময়ের দেওয়ালে  দুটো  টিকটিকি একে অপরকে জাপটে ধরে 

সকলে তাকে খবর বলে 

আর আমার এলাকাতে  বৃষ্টি এলে চলন্তিকা বলে দুঃখ। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...