Wednesday, July 7, 2021

অনুমতি

 অনুমতি 

... ঋষি 


ইচ্ছার দোকানে গেছি 

সেখানে বাহারি পোশাকে বসে আছেন ঈশ্বর ,

যে যায় ,

সব আছে সেখানে 

অথচ পাড়ার অমিতের মুদির দোকানে 

কন্ডোমের বাক্সে প্রেম পাওয়া যায়। 

.

কখনো শাড়ি কিনি নি ,না ব্লাউজ 

তবে প্রেমিকাদের জন্য কন্ডোম কেনার বাসনা সবার ,

আজকাল অমিতের মুখে বিদারক হাসি 

বেচারার  করোনা ,

অথচ বন্ধ দোকানের এপাশে পাড়ার ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে 

মশাই এই দোকানে পাড়ার বৌদিকে আদরের পারমিশন বিক্রি হয়। 

.

অনুমতি ছিল 

অথচ সারা দিন আমি ছোট মুখ নিয়ে বসে থাকি 

বড়ো মুখে পা দোলায় বুকের ভিতর একশো সাতান্ন পল্লী ,

মাঝে মাঝে মনে হয় মলিদির ছেলেকে কি বলে ডাকি 

হাজার হোক আমার প্রেমিকার সন্তান। 

পাশের বাড়ির শাঁওলীর দিকে চোখ পরে 

অমিতের দোকান বন্ধ 

কন্ডোম বন্ধ 

আমি বলি মনে মনে ও শাঁওলী তোর শীৎকার কি রাত  জাগে ?

ঘুমায় না ,ঘুমোতে দেয় কই 

বুকের ভিতর ঈশ্বর বাহারি পোশাক খুলে কন্ডোম পড়ে তখন।  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...