গৌতমবুদ্ধ
... ঋষি
দুলাইনে জীবন লিখতে চাই
প্রথম লাইনে থাকুক বেঁচে থাকা কিংবা মৃত্যু
আর দ্বিতীয় লাইনে শুধু তুমি।
মাঝামাঝি কোনো লাইন আমার লেখার ইচ্ছে নেই
গৌতম বুদ্ধকে এই বিষয়ে একটা প্রশ্ন করার ছিল
মধ্যে পথ। ....সেটা কি ?
.
কোনো পরিচয় ছাড়া বেঁচে থাকতে চাই
পিতৃত্ব ,মাতৃত্ব ,ভাতৃত্ব এই সব পুরোনো কথা ,
আজ শুধু ঈশ্বরের অধীনে একটা দেশ হোক
আজ শুধু সময়ের অধীনে একরা গল্প শেষ হোক
আর হোক আমার মুখোমুখি
একটা মুখ। ... সেটা তোমার।
.
ভালোবাসা অধিকার না উপকার জানি না
ভালোবাসা একটা শব্দ না ,অনন্ত বাকি পথ
জানি না ,
জানতে ইচ্ছে করে না আর এই শহর ,এই রাষ্ট্র আর মানুষ
আজকাল নিজেকে পাগল মনে হয়,
সমস্ত সম্পর্ক আজ আকাশে ঘুড়ির মতো ভোকাট্টা
সমস্ত অধিকার বোধ আজ শুধু পাগলের প্রলাপ
আর এই শহর শুধু একটা বোঝাপড়া।
সূর্য ওঠে রোজ ,থামে না দিন ,থামে না মুহূর্ত
শুধু চোখের পাতায় আজকাল মৃত সুখ
আর চোখের স্বর্গে গৌতমবুদ্ধ
................সুবিধা বাদী নয়
প্রেম। ..সেটা তুমি।
No comments:
Post a Comment