Friday, July 9, 2021

শেষ না হওয়া সিরিজ

 শেষ না হওয়া সিরিজ 

.... ঋষি 

.

তোমাকে ভালোবাসি 

.

প্রশ্ন বান ? বিছানার চাদর ,কুয়াশার ভিতর মুখ 

ক্রমশ আবছা থেকে পরিষ্কার ,

জানি এটা শীতকাল নয় 

বাইরে তুমুল বৃষ্টি বলে দেয় পুরোনো ফোটোফ্রেমের যন্ত্রনা। 

আমি চুপ ছিলাম শহরের মতো 

শুধু ধুলো ঢাকা একটা পুরনো বই পড়তে চায় কেউ। 

.

কেন ভালোবাসি ?

.

ঘুলঘুলি বড় করে দেব

জানালার কাঁচ খুলে রাখছি ,ছাদের উপর একলা চাঁদ 

ঘরের ভিতর হৃদয়ের কাঁচে আবছা মুখ 

ক্রমশ আবছা থেকে পরিষ্কার।

জানি ঈশ্বরের বাগানে কর্পূরের গন্ধ থাকা সমাজ 

আর ভালোবাসা অসামাজিক ,

ওইতো কিছু  মানুষের স্বর মিহি হয়ে আসছে

হৃদয়ের  পাশে ওই তো ডেথ সার্টিফিকেট। 

.

জীবন থেকে যৌবন 

.

খালি দেশালাই কৌটা যৌবন শুয়ে আছে আছে 

দেশলাই বাক্স আর কফিনের মধ্যে তফাৎ কি ?

মাটি, আগুনের পাশে স্বনিয়ন্ত্রিত বাতাস

প্রকৃতির ছবি আঁকত যে শিশুরা,তারা আজকাল হাসতে ভুলেছে 

প্লাস্টিক বোধহয় আজকাল ঠোঁটে লিপস্টিক এঁকে দেয় 

হ্যাশট্যাগ জীবন 

যৌবন কুঁড়োতে তাই ঘরছাড়া চিরকাল। 

.

ভালোবাসা না শরীর 

.

ট্যাগ ফুরিয়ে যাচ্ছে

দীর্ঘ হয়েছে বাঁশপাতা ,ক্রমে শুকিয়ে খসখসে ,

আজকাল হাত বুলোলে 

 মাটির শরীরে পাতার জালিকা বিন্যাস

আবছা মনে হয়?

 খালি চোখে কতটা দেখা যায় ?

কবিতায় প্রশ্ন রাখলে এখন  উত্তর দেওয়া যাবে না। 

.

ভালোবাসলে সবটা দরকার 

.

এমনই কোনও কবিতার সিরিজ অসম্পূর্ণ থেকে যাবে

ব্যবহৃত মুখোশগুলো কুড়িয়ে নিচ্ছে যারা

তাদের ভালো থাকা কাম্য 

বাকিটা না হয় অজ্ঞাত অন্ধকারে থাক। 

শাদাকালো ছবির পাশে হেঁটে চলছি আমি তোমার হাত ধরে 

এই ছবি পপুলার হবে না বড় 

শুধু সময়ের লেখা থাকবে একটা অসমাপ্ত গল্প। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...