আজ সত্যি বলা
.. ঋষি
আসাম রাইফেলসে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল
পার্কস্ট্রীটে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল
যে মেয়েগুলোতে,যে খবরে আপনি মেতেছিলেন,
ধর্মতলায় দীর্ঘ মিছিলের পায়ে আপনি মোমবাতিতে হেঁটেছিলেন
প্রতিবাদ, প্রতিবাদ,
আর আজ এতগুলো মানুষ মরছে রোজ কোনো মানুষের ব্যাধিতে
আপনি কি করছেন?
.
যে সংবাদ কর্মী খবরের হেডলাইনে সেদিন লিখেছিলেন
দোষীদের শাস্তি হোক,
যে অধ্যাপক ছাত্রদের বলেছিলেন, আগুন জ্বালো
অন্ধকার দূর করা বাঞ্চনীয়
তারা আজ কি করছেন, কর্মহীন, ক্ষুদার্থ এত মানুষ
সারা রাষ্ট্র জুড়ে আজ শুধু লোভের শাসন
বলতে পারেন তারা আজ কি করছেন।
.
প্রধানমন্ত্রী মস্কোয় যাচ্ছেন, সঙ্গে একজন এনটারপেটার
অথচ যে ভাষা তিনি বোঝেন, যে লোকদের তিনি চেনেন
তাদের জন্য কিছুই করছেন না,
বুঝতে চাইছেন না যেমন শুধুই আইন ধর্ষনের শাস্তি না
শুধুই দারিদ্রভাতা দারিদ্রতা মোচনে অস্ত্র না
কর্মস্থান দরকার।
রোজ ফুটপাথে বেড়ে চলেছে পতিতার ভীড়
রোজ সমাজ ব্যবস্থায় বেড়ে চলা চুরি, প্রতারনা, টাকার জন্য খুন
দিনপ্রতিদিন কমতে থাকা শিক্ষার মান
বাড়তে থাকা জনসংখ্যা, কমতে থাকা মানুষের হৃদয়
অভাব, অনটন আর মিথ্যা।
কোথায় মিডিয়া,কোথায় বুদ্ধিজীবী, কোথায় আলো,
কোথায় কবির কলমে বিদ্রোহ
কোথায় গানের ভাষায় মানুষ,
আজ শুধু বইবন্দী বিবেকানন্দ, লেনিন আর আদর্শ
আজ শুধু নকল নোটবন্দী,
প্রতিবাদ, প্রতিবাদ
আজ চিৎকার করে সত্যি বলা ভীষণ দরকার সকলের।
No comments:
Post a Comment