সাধারণ
... ঋষি
ময়লা লিকলিকে যে ছেলেটাকে তুমি দেখছো এখন
তুমি তার নাম জানো না ,
পাশে ময়লা ,বোগল ছেঁড়া ব্লাউস শাড়িতে যে দাঁড়িয়ে
আমি জানি তুমি তাকে চেনো না
না চেনাই উচিত
আসলে নিজের মতো লোকদের সকলে সাধারণ বলে জানে।
.
সাধারণকে লক্ষ্য করার মতো কিছু থাকে
সাধারণকে প্রশ্ন করার মতো কিংবা সাধারণকে উত্তর দেবার কিছু নেই ,
মধ্যপ্রদেশ থেকে রাজস্থান
উত্তরপ্রদেশ ,পঞ্জাব ,বিহার এমনকি পশ্চিমবঙ্গে সাধারণ
হ্যা জনসাধারণ, এটাই পরিচয়।
.
বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে যে মেয়েটার ধর্ষিত মুন্ডু কাটা শরীরটা পাওয়া গেলো
তার নাম তুমি জানো না ,
কলকাতার পার্কস্ট্রিটে যে শিশুর বাবা ,মার্ ডিভোর্স হয়ে গেলো
তার নাম তুমি জানো না ,
মেদিনীপুরে যে ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে চাকরি পেলো না
তার নাম তুমি জানো না।
সেই পুরুষটা জানে না প্রতি রাতে জুলি নামে পানশালায় যে মহিলা নাচে
তার আসল নাম
সেই মহিলা জানে না প্রতি রাতে যে খদ্দেররা তাকে ভালোবাসে
সেই সব খদ্দেরের নাম ,
সেই শৈশব জানে না তার আঁকার খাতায় সে যে স্বপ্ন অনেকে তার নাম।
.
তুমি জানো ?তোমরা জানো ?
আমি কিন্তু জানি
আসলে এটা একটা রাষ্ট্রের জনসাধারণের নাম
যার নাম ভারতবর্ষ।
No comments:
Post a Comment