মাতলামি
... ঋষি
বুকের ভিতর ঈশ্বরের কাছে দাঁড়িয়ে
আমার লিখতে ইচ্ছে হয়
শালা যার দেশ নিয়ে জুয়ার আসরে বসেছে
সবগুলো জানো....।
......................বাকিটা লিখতে সাহস পাই না
যদি মেরে ফেলে পাড়াতুতো নগর নিয়ম।
.
পাড় মাতালের মতো কথাটা শুধু মাতাল জানে না
চারদিকে সভ্য মানুষ জানে
শান্তি ভালোবাসেন ?
রাষ্ট্র নিয়ে শীৎকার করে বুকের ভিতর বেশ্যাখানা
হাটে-বাজারে নালা-নর্দমায় ,খামচে ,নিংড়ে চুষে আমার রাষ্ট্র
শুধু নামছে
বৌ থেকে গীতবিতান ,পাড়ার মৌ থেকে ব্রেসিয়ার।
.
বুকের ভিতর ঈশ্বর সত্যি কথা বলে
আর শালাদের নিয়ে কবিতা কেন লিখছি কেন জানো ?
বুক পোড়ে
রাষ্ট্র পোড়ে
পোড়ে প্রেমিকার ব্রেসিয়ার আড়ালে ঝুলতে থাকা বিষন্নতা।
-মানচিত্রে
- সোনার বাংলা
সব মিথ্যা
আমার প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে বলি
চল এবার অন্ধকারে
তোকে আলোতে ভেজাবো।
No comments:
Post a Comment