Thursday, November 11, 2021

সংঘাত

 


সংঘাত 

,,,, ঋষি 


সময় পেরিয়ে কাঁটাতার 

তারপর চাঁদপুরের ভুতুড়ে মাঠ 

তারপর নদীর পাশে একটা গ্রাম ছিল একসময়  ,

নবীন মুদির দোকান ছিল আর ছিল কিছু গ্রামের মানুষ 

এখন সেখানে একটা হাল ফেশানের মল 

আর নদীর জল এখন কালো। 

.

কি ফিরে এলো 

প্রশ্ন  করবেন না ?

সভ্যতা ,প্রগতি ,এগিয়ে যাচ্ছি আমরা ,

আসলে একটা অজগর গিলে খাচ্ছে সভ্যতার মাথা 

দিন ফুরোচ্ছে ,রাত নামছে 

আর তারপাশে নবীন মুদির অন্ধকার দোকান। 

.

আলো আছে। আলো পাশে 

কিন্তু আলো যে কার ? তোমার ,আমার ,সবার 

প্রশ্ন ছিল ,প্রশ্ন আছে 

সভ্যতা মানে সদ্য দাঁত গজানো শিশুর গলায় স্ল্যাং ইংরেজি 

সভ্যতা বুকে হাত দিয়ে জাতীয়সংগীত বটে

কিন্তু সভায় নাগরিকের ছাতার তলায় ফুরিয়ে চলা আমাদের কথা। 

 সময় পেরিয়ে কাঁটাতার 

তারপর বাংলার মাটি ,বাংলার জল ,বাংলার বায়ু ,বাংলার ফল 

কেমন যেন মিথ মনে হয় ,

এগিয়ে যাওয়া সভ্যতার হাত ধরে আমরা বোধহয় শেষ করছি অন্য সভ্যতা 

যেখানে সবুজ ছিল ,মাটি ছিল

খারাপ ছিল ,ভলোও ছিল

আজও আছে 

তবে বোধ হয় কেমন যেন বড্ড সাজানো। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...