Monday, November 15, 2021

কবিতার দিনবদল

কবিতার দিনবদল 

..... ঋষি 


তিরিশের এক কবির দিকে তাকিয়ে আছি 

যিনি তার প্রেমিকাকে পেটের অসুখে মরতে দেখেছেন 

যিনি তার বৃদ্ধমাকে সংসারের চাপে একলা দেখেছেন 

তারপরও তিনি লিখছেন 

তার কাছে প্রেম মানে দেশ 

আর সংসার হলো আকাশ। 

.

চল্লিশের কবি মাঝরাতে ঘর ভাঙলেন 

জেলের গভীর কোনো পরিখায় প্রাণ হাতে করে বললেন স্বাধীনতা 

বন্দুকের আড়ালে ,প্রাণের বদলে দেশ চাইলেন 

চাইলেন দেশের মানুষের মাথা উঁচু করে বাঁচার অধিকার 

আর অধিকারের বদলে তিনি পেলেন 

শাসকের বুলেট আর রক্তের ইতিহাস। 

.

পঞ্চাশ ষাট আর সত্তরের কবির মনে বসন্ত 

বেলেল্লাপনা,তলায়  হাইড্রেন,চাঁদ ভাঙা প্রেমিকার ঠোঁট 

খিদে ,বিষ ,রেলগাড়ি তারপর সবার শেষে এলো চাকা 

গানের ভিতর আগুনের জিভ। 

আশি নব্বই শ বলতে বলতে ছন্দ ,বন্ধ ,নারী 

কবিতার ঘর উলঙ্গতার সফর 

ইরাক ,ইরান ,তালিবান ,মকবুল ,ফিতর ,জয় ,শ্রীজাত

শুরু আবার এক যুদ্ধ 

আরও মর্ডান পরাধীনতা।

.

আমি সব যুগ  দেখলাম,অদ্ভুত ভাবে ফিরে এলাম মায়ের গর্ভে 

ফলিডল খেয়ে মরে গেলো গাছে পাখি 

আমি মায়ের স্তনে খুঁজে পেলাম বিষ 

দিন বদলাচ্ছে 

চুল্লির স্বপ্ন জুড়ে এখন শুধু কবিতার পাতায় কবিদের মৃতদেহ।   

 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...