পাগলাটে
... ঋষি
.
বানাও সময়
তোমার রঙিন রুমালের আড়ালে
তোমার শাড়ির আঁচলে ,তোমার চোখের কাজলে
আঙুলের ফাঁকে, থুতনির কার্নিশে, কানের লতায়,তোমার কথায়
অদ্ভুত প্রশান্তি
চোখবন্ধ করা ভিড়ে এই শহর শান্ত ভীষণ।
.
নামাও, ছুঁ মন্তরে
ঝমঝম করে অনবরত বৃষ্টি বৃষ্টি ,মেঘের আদর ,মেঘের আঁচল
ডেনিম জিন্স ,লেভিসের বিলাসিতা
ভিখিরি আমি
অথচ তুমি জাদুকরী ,
শহরের পাথরের ভিতে তোমার চোখ এঁকে দেয় ভালো থাকা
অভাবের কিলবিল মুহূর্তরা ,সময়ের এগ্রিমেন্ট
গোপনে পচে চলা দৈনন্দিন জীবন হঠাৎ ভালো থাকা।
.
আজ সারাদিন গোপনে কেটবে উৎসব
একটানা ডেকেছে মাথার প্রতিটা কনায় আনন্দের ঘোর ,
প্রথম বৃষ্টির আগমনী সুর
উৎসব এখানে ,
তবুও মন কেমন ,কেমন ঝিরি ঝিরি সুর
এই কবিতায় বৃষ্টিফোঁটার ঝরে পড়ার আর্তনাদ নেই
নেই ব্যাথার বন্দিশে ঘুম ভাঙা বিরক্তিকর সকাল।
হঠাৎ যেন বৃষ্টি ভেজা নোনতা হাওয়ায় তুমি ছুঁয়ে যাওয়া
হঠাৎ যেন অন্ধকারে আলোর সুর
হঠাৎ কেন ভালো আছি আমি ?
বুঝতে পারি না
শুধু বুঝি আমার ভালো থাকাগুলো
........... পাগলাটে পাওয়া।
No comments:
Post a Comment