মন বান্ধিবি কেমনে
.... ঋষি
মাথার ভিতর ব্যস্ত প্রশ চিন্হ
অজস্র উত্তর
সেই রাঙা শাড়ি পড়া মেয়েটা ,সেই স্কুল ফেরত ছেলেটা
সেই বৃষ্টিতে ভেজা দিন ,সেই মায়ের বুকে লেপের ওম
সেই রাতের লণ্ঠন ,সেই একলা হাইওয়ে
সেই চায়ের দোকানের আড্ডা ,সেই সরাইখানার ভাবনা।
.
সব ওলোটপালোট
হাজারো দর্শন ,হাজারো দৃষ্টি ,হাজারো স্বপ্ন ,হাজারো কল্পনা
একটি মেষপালক, একটি কুটিল ব্যাধ, একটি সরীসৃপ, একটি হরিণী-ঠোঁট,
একটি দুষ্টু মাছরাঙা ,চোরপুলিশ খেলা ,অকারণে অভিমান
দিনের শেষে রাত্রি
তারপর সেই আমি এক দাঁড়িয়ে বিবর্ণ শহরে।
.
প্রশ্ন ,উত্তর ,দংশন ,প্রহসন
মাথার ভিতর অন্ধকার রাত
সারা সিলিংজুড়ে ছুঁটতে থাকে ভবিষ্যৎ অতীতের জামা পরে
পুরোনো ফ্যানের একঘেয়ে ঘ্যান ঘ্যান
সুইচ অফ পাওয়াগুলো পুরোনো সেই খেলার বাক্সে
হারিয়ে গেছে সময়ে।
আমি নশ্বর থেকে ঈশ্বর ,কিংবা ঈশ্বর থেকে ভূত
একটা বাউল একতারা বাজিয়ে হঠাৎ গেয়ে ওঠে
" আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে? " "
No comments:
Post a Comment