Saturday, November 27, 2021

পাখি


 

পাখি 

... ঋষি 

.

পাখির আকাশের সাথে  আমার ঢের মিল

স্যান্ডপাইপার পাখির মতো আমি চষে বেড়াই পৃথিবী

মিলনইচ্ছুক হৃদয়ের  মতো উড়ে বেড়াই এখানে-ওখানে তোমায়  খুঁজে 

আলাদা শহর তল্লাশি করি সহস্রবর্গমাইল।

.

সঙ্গীহীন একটা  বিকেলের গল্প এটা 

তুমি যাকে অবেলার গল্প বলে তুলে রাখো তোমার আলমারির উপর 

              আমি তাকে তোমার হৃদয়ের মাপ বলি 

আমি বলি বিশ্বাসের হাতে তোমাকে ছোঁয়াটা ঈশ্বর 

বাকিটুকু প্রতিহংসা। 

 .

ভালোবেসে যদি সময় ছুঁয়ে দিতো  

ও ঠোঁটে অযুতনিযুত বছর শুধু শুকিয়ে থাকা মরুভূমি ,

কে দেবে জিভ 

           কে দেবে চাহুনি 

আমাদের স্বতন্ত্র ভাবনায় ভগ্নাংশ সামাজিক একটা নিয়ম 

                 সর্বোপরি আমি অধিকারগ্রস্থ 

           তুমি চিন্তায়। .

.

দিন শেষের দিনলিপি 

                 জানি ,

                   ও তল্লাটে প্রেম শুধু খিদের মতো মাটি আঁকড়ে 

ও তল্লাটে এখন পুরোনো জমি ফিরে পাওয়ার লড়াই,

                    সময়ের হিসেবে, এখনো ঘড়ি শুধু একটা নিয়ম মাত্র 

 জানি ,

        সময়ের শেষে দলছুট ,আকাশছুট পাখির সংখ্যা খুব কম না। 


 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...