Friday, November 26, 2021

নীরবতা

 নীরবতা 

... ঋষি 


নীরবতা কোন সময়ের নাম নয় 

নির্জনতা নাগরিক অভ্যর্থনাপ্রাপ্ত একটা বেরসিক দিন ,

অসম্ভব নামের কোনো ভাবনা সময়ের বাতিস্তম্ভে অন্ধকার নেভায় 

প্রাম্ভিক নামের কোনো সফর ছায়া সঙ্গী,

আমি বলি চলন্তিকা 

তোমরা সময় বলতে পারো। 

.

আগুন নিভে যায় 

জীবন কোনো আগুনের দিকে শেষ অবধি মুখ করে দাঁড়ায় 

উত্তাপ বুকের ওমে মনে করায় 

ঋতুপরিবর্তন ,

দিন কাটে ঠিক এই শহরে প্রতিদিনকার ছলনায় ,

..

একটা ভূমিকা দিয়ে পরিচয় শুরু 

তারপর কাঁটা তার পেরিয়ে সময় গিয়ে দাঁড়ায় ভাবনার ঘরে ,

সকলে মাটি খোঁজে অকারণ 

কিন্তু ভাবনার মাটির তল ,সে কি আর পাওয়া যায় ?

আসলে সব অধ্যায় শেষ হয়ে গেলে 

সকলের উপন্যাসের শেষটুকু লিখতে হয় 

কিন্তু উপন্যাসের শেষে  সময় ছাড়া আর কি থাকে ?

উত্তরটা ঈশ্বর লিখেছেন ইতিহাসে 

     তু 

          ন

পাতা। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...