উৎসব
... ঋষি
আবার উৎসব লিখতে গিয়ে মানুষ লিখে ফেলবো
আবার তোমায় লিখতে গিয়ে কষ্ট লিখে ফেলবো
লেখার কথা যখন এলোই
তখন আমি লিখি প্রতিটা অন্ধকার দিনের পরে আলো থাকে
আর তুমি লেখো শরণ্যের জীবন
ইন্তেকাল জরুরী।
.
সবকথা যেখানে আজকের উৎসবের আনন্দে মানুষকে শুভেচ্ছা
সবকথা যেখানে আজকের উৎসবের রোষে বারুদের গন্ধ
নিয়ম নিরাময়
আনন্দের সাথে সকলকে বলতেই হয়
দীপাবলির শুভেচ্ছা
সকলে ভালো থাকুক।
.
শধুই নিয়ম
অথচ ভালো থাকার শহরে মানুষের বাঁচতে চাওয়াগুলো বেনিয়ম,
শুধুই সম্পর্ক
অথচ সম্পর্কের ভিতর ঘুমিয়ে বহুদিনের পুরোনো বিস্ফোরণ ,
বিস্ফোরণ শব্দটা কাঁটাছেঁড়া করে দেখলে
আমার চিৎকার করতে ইচ্ছে করে
ইচ্ছে করে সেই নোংরা ফুটপাথে হাফ প্যান্ট পরা ছেলেটাকে বলতে
কি প্রয়োজনের এই উৎসব ?
কিংবা রাস্তায় বেলুন বিক্রি করা আটবছরের মেয়েটাকে বলতে ইচ্ছে করে
খুব কি প্রয়োজন ছিল এই উৎসবের ?
শুধুমাত্র কিছু আনন্দ যখন আলোর মতো ঝরে
শুধুমাত্র কিছু আকুতি যখন চিৎকার থেকে বদলে যায় মানুষের বাঁচায়
তখন মানুষ এমনি ভালো থাকে
তারজন্য উৎসব কি প্রয়োজন ?
No comments:
Post a Comment