বেড়াল যখন ডাকছে
... ঋষি
নীতা বৌদি বলেছিল
ওইপাশে ঝোপের পাশে একটা গর্ত
তারপর শান্তি ,
আমি মৃণালিনীকে তাই শেষবার টেনে নিয়ে গেছিলাম ঝোঁপের ভিতর
তারপর বুঝেছিলাম নীতাবৌদি আর তার মেয়ের মধ্যে তফাৎ
শুধু শাড়ি আর ফ্রকের।
.
মিথ্যা বলিনি
বুকের দেওয়ালে নারী শরীরে ফ্রোয়েডে ভালো লাগে
তারপর কেমন একটা মৃত মাছ কড়ার তেলে ,
বিচ্ছিরি স্বাদ ,
মিথ্যা বলছিল নীতা বৌদি
সব আগুনে বুক পোড়ে।
.
আমি নাভির নিচে কবিতায় নারী খুঁজতে গিয়ে
নাড়ি পাই নি
আমি শরীরে লেখা কবিতায় যৌবনের গান শুনেছি
কিন্তু সুর আর তাল মেলে নি ,
তাই শরীর শব্দটা বেড়ালের মুখে শুনতে আমার দারুন লাগে
কিন্তু তাতে এক অদ্ভুত জ্বালা ,
জ্বালা শব্দটা ভেঙে দেখেছি
বুক পুড়ে গেছে
চাইনি শরীর ,শুধু মন ,শুধু আমার,শুধু মিশে থাকা ,
কোনো ফ্রোয়েডের সূত্র নয়
অনেকটা ভালো থাকা।
No comments:
Post a Comment