Friday, November 26, 2021

ভাবনার পাথর

 


ভাবনার পাথর 

... ঋষি 


রবীন্দ্ৰনাথ বুঝেছিলেন কাগজ আর কলমের সহবাস 

তারপরেও অনেকে বুঝলেন সেই কথা ,

রামকিঙ্কর বুঝলেন পাথরের শোক 

তিনি লিখে ফেললেন পাথরের ভাবনায় সময়ের আলাপচারিতা ,

আমরা কি বুঝলাম তার থেকে 

মূর্খ আগামীর অবলম্বনে শুধু সৃষ্টির প্রহসন ?

.

সব উত্তর দেবো না কখনো 

বলেছি চলন্তিকাকে ,

সব কষ্ট যদি বলে দি তোমাকে 

তুমি ভাববে কাগজ ,কলম আর পাথর শুধুমাত্র পাথেয় 



পথিক যে 

সে ভাবে পৃথিবীটা মানুষের হোক। 

.

জন্ম যেখানে মিথ্যে কথা বলে 

সেখানে তোমার রাত জেগে কি লাভ চলন্তিকা ?

বরং তুমি 

রবীন্দ্রনাথ ভাবো 

ভাবো কোপাই নদীর  সামনে কাকে খুঁজছিলো সেদিন ?

কাকে খুঁজছিল মাঝ পদ্মার জ্যোৎস্ন্যায় ,

কিংবা তুমি ভাবতে পারো রামকিঙ্কর 

পাথরের ঈশ্বর 

কিভাবে পাথর ভেঙে তৈরী করেন হৃদয় 

কিভাবে তিনি পাথর দিয়ে সময় তৈরী করেন 

কারণ তুমি জানো 

পাথর দিয়ে মানুষ তৈরী হয় না 

সময় তৈরী হয় না 

কিন্তু ভাবনারা পাথর হয় বটে।  q

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...