Saturday, November 20, 2021

শুধুই

 


শুধুই 

... ঋষি 


সুখ আর দুঃখের মাঝে একটা সাঁকো 

একটাই পারাপার 

মাপকাঠি জীবনের প্রতিপন্নতায় হঠাৎ পিছিয়ে গিয়ে এগোনো 

এই  যে ছন্দ 

            এই  যে গান ,এই  যে সুর 

                         একেই তো বলে বেঁচে থাকা। 

.

পাখি যদি অভিমান করে, জীবন  যদি তীব্র অভিমানে হাওয়ার পথে হারায় 

তবে এই পৃথিবীতে গান থাকবেনা।

হয়তো এই গৃহদশা, বাজারের দরদাম, জলের শিকড়ে 

সব থেকে যাবে ,

হাঁটুতে হৃৎপিণ্ড গুঁজে, কোমরের ভাঁজে ভাঁজে মাথাটাকে গুঁজে 

মানুষ তখন  নিঃস্ব

শুধু তখন মানুষের বাঁচা থাকবে না।  

.

সুখ আর দুঃখের মাঝে একটা সাঁকো 

                সাজিয়ে চলেছি হেঁটে চলেছি  

পিছনে দেখলেই শুধু স্মৃতি জেগে ওঠে, জেগে ওঠে করুনা

               জীবনের প্রতি 

                                 বাঁচার প্রতি। 

ঠিকানা পোস্ট অফিস, জেলা ও দেশের নাম,ফুটপাত, লাইটপোস্ট 

বিপর্যয়ের সময় , মায়াশ্লোক, তারকাঁটা

বোধন আর বিসর্জনের মাঝে তফাৎ 

হঠাৎ  দুলে ওঠা লন্ঠন

বেশ কয়েকবার ধড়ফড়ানি ,তারপর চুপ,

         পাখি নেই ,গান নেই 

                 নৌকো নেই ,আকাশ নেই 

                             শুধুই  .............

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...