Saturday, November 20, 2021

সৃষ্টির দহন

 


সৃষ্টির দহন 

... ঋষি 


কবির কলমে তুমি 

এই তুমি শব্দটা কবির অন্তর্দহনে এক শ্মশান 

এক অনুভব 

সুনীল ,শক্তি ,লোরকা ,ভাস্কর সকলে তোমায় লিখলো 

শুধু কি নারী ,শুধু কি প্রেম 

না এক দহন ?

.

প্রতিটা সৃষ্টির মুলে শুয়ে আছে দহন 

ভিনসেন্ট ভ্যানগগ, পিকাসো, গণেশ পেন তোমার যে ছবি আঁকলো 

সেকি শুধুই ছবি ,তুমি নও ?

সবটাই কি  জল রঙ তেল রঙ ইজেল আঁচড়চারকোল,

রামকিঙ্করের পাথরের খাঁজে আটকানো ভাবনা 

আদিম বপনে যে দহন 

সেই তো তুমিই । 

.

তুমুল বৃষ্টি ,সুপর্ণার জন্য অপেক্ষা 

মেঘবালিকা মেঘের দেশে যে স্বপ্নের  ঘোর 

অলকানন্দা কোনো এক নদীর নাম

সবটাতে তুমি আসলে। 

মানুষ বলে ভালোবাসা অথচ সৃষ্টির ভালোবাসা  

সে তো মানুষের স্বপ্নের ঘর 

মানুষ ভাবে জীবন শুধু এক নিয়মের খাতায় বয়ে চলা নদী 

অথচ সৃষ্টি সে যে বহুতে একের খোঁজ 

এক মায়া  

যেন তোমাতেই শূন্য আর তোমাতেই অসীমের ভিড়

অদ্ভুত 

যুগাবতার তুমি শুধুই ভালোবাসা ঠিক কথা নয় 

বরং বলা ভালো ভালোবাসা সৃষ্টির দহন। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...