ভীতু দেশবাসী
... ঋষি
সবকিছু বলো
ভাষা বলো ,খারাপ বলো ,রাজনীতি বলো
কিন্তু প্রতিবাদ বোলো না,
আমি যা পারি না তাতে দুঃখ নেই
দুঃখ যেতে পারি
সেটা করা পারমিশন নেই এই সময়।
.
মানুষগুলো আজকাল সময় হজম করে
মোদী হজম করে
মিথ্যা হজম করে
মমতা হজম করে
অথচ মানুষগুলোর সত্যি হজম করতে লজ্জা করে না
প্রতিবাদ করতে লজ্জা করে
অথচ লজ্জার শাড়ি খুলে রাস্তায় দাঁড়াতে লজ্জা করে না।
.
কাউকে নালিশ করছি না
শুধু সুযোগ খুঁজছি সময়ের থেকে দূরে পালাবার
এই জুতো ,জামা সব ছেড়ে পালাবার হিসেব খুঁজছি,
এই যে ছেলে আমাকে বাবা বলে
এই যে আমার গলার ভিতর জমতে থাকা কষ্টের রক্ত ,পুঁজ
না কাউকে বলতে চাই না
শুধু পালতে চাই
কে আটকাবে আমাকে ?
সময় ,৪৭ ,৭৬ ,৭৮ না কি এই রাষ্ট্র।
আসলে ভীতু দেশের নাগরীক আমরা
আমাদের ভয়
আমাদের লজ্জা
আমাদের বাঁচা শুধু আমাদের স্বার্থে
দেশ সেখানে একটা শব্দ মাত্র
আর আমরা ভীতু দেশবাসী।
No comments:
Post a Comment