অন্য ভালোবাসার গল্প
... ঋষি
সম্পর্ক শুয়ে থাকে হৃদয়ে ,গল্পে আর শহরে
সম্পর্ক মাত্রা সাতপাঁকে বাঁধা
সিঁদুরের গল্প এটা ,ভালোবাসার হয়তো
কিংবা ঘুরে দাঁড়ানোর।
সব গল্পে জুড়ে থাকার স্বভাব কিছুটা চোখের জল
কিছুটা কষ্ট আর অনেকগুলো জীবন।
.
কাটাকুটি সম্পর্কের অন্য এক নাম
যে মেয়েটা কাল চোখের জলে সময় সাজাতো
নিজের সেই ভালোবাসার পুরুষটার জন্য বাঁচতো
সে হঠাৎ আজ ঘুরে দাঁড়িয়ে কি অবহেলে বলছে
কি দরকার তোমাকে ?
তুমি ফিরে এলে তোমাকে দেওয়ার মতো জায়গা বা সময়
না আজ আর নেই আমার কাছে।
.
কাল যে মেয়েটা পথ চলতে তার পুরুষের হাত ধরতো
সে আজ একলা ক্যাট ওয়াকে শহরের বুকে হাঁটতে শিখে গেছে
খবরের পাতায় তার নাম ,তার সুখ্যাতি
তার পুরোনো প্রেমিক এবং তার স্বামী তাকে ফোন করে বলেছিল
ভুল হয়ে গেছে ,ভালোবাসি
আর মেয়েটা হেসেছিল আর বলেছিল ভালোবাসা মাই ফুট।
মেয়েটার মনে তখনও ছিল কান্না
তখনও সেই অভিমান
যখন তার স্বামী তাকে দারুন নেশা করে অত্যাচার করছে
কিংবা যখন তার প্রেমিক তাকে বলছে তোর মধ্যে আর কি অবশিষ্ট
সব তো ছিবড়া।
.
শুধুই কারণ
শুধুই কারণ
আর ভালোবাসা ,সে তো অভিধানে লেখা অবলুপ্তির বোকামি ,
সম্পর্ক সেও এক কারণ
এক স্বার্থ
মেয়েটা বুঝেছে ভালোবাসা আসলে স্বার্থসিদ্ধির একটা ফিকির মাত্রা
আর সম্পর্ক স্বার্থের জন্য সভ্যতার একটা পোশাক
যাকে নিয়ম করে পড়তে হয়
না হলে সভ্যতা মানুষকে নগ্ন বলে।
No comments:
Post a Comment