Sunday, November 28, 2021

গল্প ভালোবাসার

 গল্প ভালোবাসার 

... ঋষি 


দুরন্ত কবিতার পাশে আমি শুয়ে  আছি 

এই শহর জানে না জাগতে 

আজ বহুযুগ শুধু একা একটা জীবন স্বপ্নের খোঁজে ,

আমার ভিতরে এক ডজন গল্প 

আতশ কাঁচে চোখ রেখে আমার দশ বছরের ছেলে বলে 

রৌদ্র ভিজিয়ে আগুন জ্বলে গো বাবা। 

.

গাছের ভিতর শতাব্দী পার করে জীবন সমুদ্রে একা নৌকা 

সময়ের গা ঘেঁষে ক্রমশ অবলুপ্ত এক একটা দিন 

বাঁচার দিন ,

অপেক্ষার শেষ প্রহরে এই শহর থেকে দূরে একটা সাবওয়ে 

কাগজ ছিঁড়ে কুচিয়ে দেয় শহরের উপর 

যারা বোঝে তারা জানে 

এ হলো ফুরিয়ে যাওয়ার গল্প ,পালকের গল্প 

গল্প ভালোবাসার। 

.

এ শহরে খুঁজি ফিরি কবিতা রোজ 

এ শহরে খুঁজি আমি কবিতার ঠোঁট 

স্পর্শ 

অথচ স্পর্শের পাশে শুয়ে আছে আমার গত জন্মের পাপ 

সেই একটা মুখ 

ভীষণ চেনা 

ভীষণ কাছের ,

ওচোখে পাপ ছিল না কোনোদিনই 

বরং আমি সেই পরাজিত অপেক্ষা যে ঈশ্বরের সেজে 

তাকে দিয়েছি এক মৃত পরিচয়।  


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...