গল্প ভালোবাসার
... ঋষি
দুরন্ত কবিতার পাশে আমি শুয়ে আছি
এই শহর জানে না জাগতে
আজ বহুযুগ শুধু একা একটা জীবন স্বপ্নের খোঁজে ,
আমার ভিতরে এক ডজন গল্প
আতশ কাঁচে চোখ রেখে আমার দশ বছরের ছেলে বলে
রৌদ্র ভিজিয়ে আগুন জ্বলে গো বাবা।
.
গাছের ভিতর শতাব্দী পার করে জীবন সমুদ্রে একা নৌকা
সময়ের গা ঘেঁষে ক্রমশ অবলুপ্ত এক একটা দিন
বাঁচার দিন ,
অপেক্ষার শেষ প্রহরে এই শহর থেকে দূরে একটা সাবওয়ে
কাগজ ছিঁড়ে কুচিয়ে দেয় শহরের উপর
যারা বোঝে তারা জানে
এ হলো ফুরিয়ে যাওয়ার গল্প ,পালকের গল্প
গল্প ভালোবাসার।
.
এ শহরে খুঁজি ফিরি কবিতা রোজ
এ শহরে খুঁজি আমি কবিতার ঠোঁট
স্পর্শ
অথচ স্পর্শের পাশে শুয়ে আছে আমার গত জন্মের পাপ
সেই একটা মুখ
ভীষণ চেনা
ভীষণ কাছের ,
ওচোখে পাপ ছিল না কোনোদিনই
বরং আমি সেই পরাজিত অপেক্ষা যে ঈশ্বরের সেজে
তাকে দিয়েছি এক মৃত পরিচয়।
No comments:
Post a Comment