ছায়াছবি
... ঋষি
খুব রাত করে জেগে বসি একলা ঠিকানায়
চোখের অন্ধকারে ভেসে ওঠে অসংখ্য ভাবনার ঢেউ ,
ঢেউয়ের উপর ভাসতে থাকে মৃতদেহ অতীতের
হঠাৎ কলিংবেল চমকে উঠি মায়ের মুখ ,দিদার মুখ ,দাদু
একের পর এক চেনা মুহূর্ত
তারপর হঠাৎ স্ট্যাচু খুশির মুহূর্ত ,আঙুলের স্পর্শে ভালো লাগা
চেনা আদলে অথচ ভীষণ অচেনা আমি।
.
প্রথম কিশোরী তুমি, স্কার্ট ফ্রক
সাইকেলের প্যাডেল ,শীতের জানলা বেয়ে চনমনে শিরদাঁড়া .
সাদা কালো স্মৃতি ফুঁড়ে হঠাৎই সামনে আসে শ খানেক ভিড় করা মুখ
সবার শেষে খিলখিলে হাসি
চেনা মুখ ,অথচ দেখিনি কোনোদিন।
কত মুখ আবছা,কত নাম মনে নেই,অথচ কি করতো,
কিভাবে তাকাতো হেসে,কি টিফিন আনতো
চেনা অলিগলিতে অচেনা পথিক আমি
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে।
.
হঠাৎ রাতের চাঁদের নিচে স্পষ্ট তোমার মুখ
হঠাৎ রাতের ঠোঁটে ভেসে ওঠে তোমার মুখের এলাচের গন্ধ
তুমি উঠে হেঁটে যাও,আমি বসে চুপচাপ
অতীত কি পুরোনো গিটার
যার অদ্ভুত সুর ,পুরোনো প্রিয় কফিকাপে আদরের ঠোঁট।
তোমার আঙ্গুল জুড়ে একদল শীতল হাওয়া
জানলার পর্দা কেঁপে ওঠে ,
ভিতরে চিৎকার করা অশরীর পাশে আমি অচেনা
তুমি এত চেনা
ওলটানো স্মৃতিঘরে জমে ওঠা ভিজে খাম
হাজারো নাম
অথচ অতীতজুড়ে মাথার নিউরনে বসে
তোমার সাথে কাটানো মুহূর্তগুলো।
No comments:
Post a Comment