Wednesday, November 10, 2021

লোহার শহর

লোহার শহর 
.. ঋষি 
অনেকটা ছুটি পাওয়া গেলো
কিন্তু মুশকিল হলে ছুটির শহরে আমি স্পর্শিল বাসিন্দা, 
নিত্য ছুটোছুটি
তোর আদর রঙের শহর, 
আর আমি  বোবা কামার যে লোহা পিটাচ্ছি দিনরাত 
লোহার শহর গড়বো বলে। 
.
ইতিহাস সাক্ষী ভাস্কর্য  চোখ টানা বিছানা 
কালো রঙের কবিতায় প্রতিবাদ দীর্ঘজিবী হোক, 
এই কবিতা কখনো পৌঁছবে তোর কাছে 
ঈশ্বর জানে বুকের ভিতর মরুশহরে 
জল জীবন 
বেঁচে থাকা জীবন। 
.
তিন মিনিট তেত্রিশ সেকেন্ড 
তারপর ছুটি আর হাইওয়ে 
এক কাপ বড় ভাঁড় চা, পায়ের কাছে লুটিয়ে থাকা  কুকুর
কিছুটা ক্লান্তি 
এ যেন ছুটির ঘন্টা বেজে গেলো। 
একটা কবিতা এমনি কোন চৌরাস্তার মোড়ে ঈশ্বর খোঁজে
লাইটপোস্টের চঞ্চল আলো কিছুতেই বোঝে না
অন্ধকার সত্যি 
আর ঈশ্বর ছুটির কবিতায় সময় খুঁজতে থাকে 
লোহার শহরে যদি হৃদয় কথা বলে।



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...