Wednesday, November 10, 2021

লোহার শহর

লোহার শহর 
.. ঋষি 
অনেকটা ছুটি পাওয়া গেলো
কিন্তু মুশকিল হলে ছুটির শহরে আমি স্পর্শিল বাসিন্দা, 
নিত্য ছুটোছুটি
তোর আদর রঙের শহর, 
আর আমি  বোবা কামার যে লোহা পিটাচ্ছি দিনরাত 
লোহার শহর গড়বো বলে। 
.
ইতিহাস সাক্ষী ভাস্কর্য  চোখ টানা বিছানা 
কালো রঙের কবিতায় প্রতিবাদ দীর্ঘজিবী হোক, 
এই কবিতা কখনো পৌঁছবে তোর কাছে 
ঈশ্বর জানে বুকের ভিতর মরুশহরে 
জল জীবন 
বেঁচে থাকা জীবন। 
.
তিন মিনিট তেত্রিশ সেকেন্ড 
তারপর ছুটি আর হাইওয়ে 
এক কাপ বড় ভাঁড় চা, পায়ের কাছে লুটিয়ে থাকা  কুকুর
কিছুটা ক্লান্তি 
এ যেন ছুটির ঘন্টা বেজে গেলো। 
একটা কবিতা এমনি কোন চৌরাস্তার মোড়ে ঈশ্বর খোঁজে
লাইটপোস্টের চঞ্চল আলো কিছুতেই বোঝে না
অন্ধকার সত্যি 
আর ঈশ্বর ছুটির কবিতায় সময় খুঁজতে থাকে 
লোহার শহরে যদি হৃদয় কথা বলে।



No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...