কেন এত কথা বলো সারাক্ষণ?
কেন এত মিশে থাকো সারাক্ষন
এত গাঢ় বিশ্লেষণ ,
এত বোধ ,
এত সংশয়
দাও অন্ধকার,পরম স্তব্ধতা
দেও এক মানুষ জন্ম আলোর যোনিতে।
... ঋষি
একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...
No comments:
Post a Comment