কেন এত কথা বলো সারাক্ষণ?
কেন এত মিশে থাকো সারাক্ষন
এত গাঢ় বিশ্লেষণ ,
এত বোধ ,
এত সংশয়
দাও অন্ধকার,পরম স্তব্ধতা
দেও এক মানুষ জন্ম আলোর যোনিতে।
... ঋষি
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
No comments:
Post a Comment