Monday, November 8, 2021

আধুনিকতা



আধুনিকতা
.. ঋষি 
কিছু ব্যাস্ততা একলা গোল্ডফ্লেকের ধোঁয়াতে সম্পর্ক গড়ে
কিছু স্তব্ধতা একলা শহরের রাস্তায় সখ্যতা গড়ে, 
কষ্ট হচ্ছে 
এইটুকু বলতেও আজকাল কেন যে তোকে লাগে, 
সময়ের কবিতায় মরা ফুটপাত বলে যায় 
এই শহর ভালো নেই। 
.
নির্ভরশীল একটা চওড়া বুক 
মুখের কার্বনে মানুষগুলো নিজের নিজের নাটকে ব্যস্ত 
আমি, তুই শুধু আংশিক ভগ্নাংশ 
যেখানে মুহুর্তরা মেঘে ঢাকা তারা
আসলে ব্ল্যাকহোল 
ক্রমশ আবছা হতে থাকে বেঁচে থাকার মায়া। 
.
বিস্তির্ন একটা সমাজ, অজস্র নিয়ম বুকে ছুরিকাঁচি
প্রতিদিন কারো না কারো পোস্টমাটম রিপোর্টে কষ্টের উল্লেখ থাকে 
তবে অনবদ্য ব্ল্যাকহোল মানুষকে টানে 
মানুষকে মিথ্যে বলে............. তুমি বেঁচে। 
বেঁচে থাকার স্বার্থ  
নিয়মমাফিক ছক কষে রাশিফল 
নিয়মমাফিক সাজিয়েগুছিয়ে কিছু মিথ্যেকে সত্যি করি 
স 
ম্প
র্ক,
হিসেবের ক্লোরোফর্মে রাখা তোমাকে হাস
কষ্ট হচ্ছে বলা যাবে না এই আধুনিকতায় 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...